ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মারা গেলেন ভারতের তিন যুবক। আগ্রায় তাজমহল দেখতে যাওয়ার সময় সেলফি তুলতে গিয়ে এমন করুণ পরিণতির মুখোমুখি হতে হয় তাদেরকে। নিহতদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। খবর জিনিউজের
তাজমহল দর্শনের লক্ষ্যে ৪ যুবক গাড়ি চড়ছিলেন। আচমকা তাদের মনোবাসনা জাগে যে, রাস্তায় ট্রেনের সিগন্যালে দাঁড়িয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রেনের সঙ্গে সেলফি তোলার। এ লক্ষ্যে ৩ বন্ধু দাঁড়ায় ট্রেনের লাইনের ওপর। ট্রেনের সঙ্গে সেলফি তোলার পর উল্টো দিকের লাইনে আরেকটি ট্রেন আসতে দেখে ভয় পেয়ে ঝাঁপিয়ে পড়ে একজন। এরপর দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় ৩ জনেরই।
চারজনের মধ্যে বেঁচে যাওয়া ওই যুবক বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করবে বলেই তারা ট্রেন লাইনে দাঁড়িয়ে সেলফি তোলা ঝুঁকি নিয়েছিল। ফলশ্রুতিতে সেলফিতো দূরের কথা, নিজেদের প্রাণটাই দিতে হলো তাদেরকে।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ২০১৫/শরীফ