দাঁতের যন্ত্রণা সহ্য করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। মানুষের পাশাপাশি পশু-পাখিরও দাঁতের সমস্যা হতে পারে। কিন্তু সে খবর কেউ কি রাখে? যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি চিড়িয়াখানার কর্তৃপক্ষ ঠিকই ধরতে পেরেছিল সেখানকার পশুর দাঁতের সমস্যার বিষয়টি।
জানা যায়, ওই চিড়িয়াখানায় ৯ বছর বয়সী একটি ভালুক নাকি দাঁতের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিল। কর্তৃপক্ষ শরণাপন্ন হন চিকিৎসকের। রীতিমতো রুটক্যানেল করে ভালুকটির দাঁতের সমস্যার সমাধান করা হয়।
অপারেশনের পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, অপারেশনের সময় 'ওমাই' নামের ভালুকটি চিকিৎসকদের সহযোগিতা করেছে। উপরের পাটির বাম দিকের তিন নম্বর দাঁতটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। ওই দাঁতটির মজ্জা ফেলে দিয়ে সেখানে রাবারের তন্তু ব্যবহার করে মিশ্রণ দিয়ে ফাঁকা জায়গা বন্ধ করে দেয়া হয়েছে। প্রাণীটির সহযোগিতার কারণে নির্ঝঞ্জাটে অপারেশন সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৫/ রশিদা