ইকুয়েডরের বন্দর নগরী মান্তা থেকে প্রায় ১৫ লক্ষ ডলার মূল্যের হাঙ্গরের কয়েকটি পাখনা উদ্ধার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১২ কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানী থেকে ২৬০ কিলোমিটার দূরে মান্তা থেকে প্রায় দুই লক্ষ পাখনা উদ্ধারের এ ঘটনা ঘটে।
মান্তার জুডিশিয়াল পুলিশ প্রধান কর্নেল রোমেল তাপিয়া জানান, শহরের নয়টি স্থানে অভিযান চালিয়ে এ পাখনাগুলো উদ্ধার করা হয়। এসময় একজন চীনা নাগরিকসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী ধ্বংসের অভিযোগে মামলা করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জোসে সেরানো ডেমোক্রেসিয়া রেডিও স্টেশনকে জানান, হাঙ্গরের পাখনা পাচারকারী একটি আন্তর্জাতিক সংগঠনের পরিকল্পনায় একটি বড় আঘাত হেনেছে ইকুয়েডর।
গালাপাগোস কনজারভেশন ট্রাস্ট'র এক মুখপাত্র জানান, গালাপাগাস থেকে মাত্র ১ হাজার কিলোমিটার দূরেই ইকুয়েডরে এতগুলো হাঙ্গরের পাখনা পাওয়ার বিষয়টি সত্যিই উদ্বেগজনক। কারণ সমুদ্র উপকূলের বাস্তুসংস্থান এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হাঙ্গর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, 'তবে এটি সত্যিই দারুণ খবর যে সরকার এতগুলো হাঙ্গরের পাখনা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু এই বৈশ্বিক সমস্যা নিরসনে একটি আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।' হাঙ্গরের এই পাখনাগুলো দিয়ে মূলত এক ধরনের চাইনিজ স্যুপ তৈরি করা হয়।
বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৫/শরীফ