মাত্র ৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৬ সেকেন্ডে ২৬ মাইল দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ৯২ বছর বয়সী হ্যারিট টমসন নামের এক মার্কিন বৃদ্ধা।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে এক ম্যারাথন প্রতিযোগিতায় তিনি এ দুরত্ব অতিক্রম করেন। আর এ দৌড়ের ফলে তিনি সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে ম্যরাথন দৌড় শেষ করার রেকর্ড গড়েন।
শারলট অবজার্ভার নামে স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, দৌড় শেষে খানিকটা আড়ষ্ট হয়ে পড়েন হ্যারট।
তিনি জানিয়েছেন, '২১ মাইলের পর থেকে আমি ক্লান্ত হয়ে পড়ি। কারণ আমাকে চড়াইয়ে উঠতে হচ্ছিল।'
জানা গেছে, এর আগে সবচেয়ে বয়স্ক নারী যিনি ম্যারাথন দৌড় শেষ করেন তার নাম ছিল গ্ল্য়াডিস বারিল। তার বয়স ছিল ৯২ বছর ১৯ দিন। আর নতুন রেকর্ড তৈরি করা হ্যারটের বয়স ৯২ বছর ৬৫ দিন।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৫/মাহবুব