অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্দিগোর একটি বিমান। উড্ডয়নের পর পরই মধ্য আকাশে একটি পাখি কোথা থেকে এসে বিমানটির সঙ্গে ধাক্কা লাগে। অার এতে বিগড়ে যান পাইলট। শেষশেষ যা করণীয় তাই করলেন।
বিমানবন্দর কর্মকর্তা অশোক কুমার বর্মা জানান, শনিবার রাত ৮টা নাগাদ গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় ইন্দিগোর এয়ারবাস এ-৩২০ নামে একটি বিমান। কিন্তু উড্ডয়নের পরপরই বিমানের সঙ্গে বরঝারের আকাশে একটি পাখির ধাক্কা লাগে।
তিনি আরো জানান, বিমানে তখন ১৭৫ জন যাত্রী ছিলেন। ঘটনার প্রেক্ষিতে চালক বিমানটি জরুরি অবতরণ করেন। নিয়মমাফিক পরীক্ষার পরে রাত ২২টা ২৮ মিনিটে বিমানটি ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/শরীফ