পৃথিবীর বৃহত্তম ইফতার টেবিল সাজিয়ে বিশ্বরেকর্ড গড়েছে মিসরের আলেকজান্দ্রিয়াবাসীরা। গত শুক্রবার ৪ কিলোমিটার লম্বা এবং ৩০৩ মিটার লম্বা টেবিলটি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বেশ কয়েকজন ব্যবসায়ী ও দাতা এই ইভেন্টের তহবিল যোগান দেন।
ওই টেবিলে সেদিন একসঙ্গে প্রায় ৭ হাজার লোক ইফতার করেছিলেন। যদি স্থানীয় পত্রিকা বলছে ১০ লোকের মতো স্থান সংকুলান করা হয়েছিল। তবে লোকের তুলনায় ইফতার সামগ্রী ছিল অনেক কম। ফলে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকার পরিস্থিতির সৃষ্টি হয়নি।
এর আগে, দুই কিলোমিটার ইফতার টেবিল সাজিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ইতালি। তাই এখন থেকে রেকর্ডটি নিজেদের করে নিল মিশর।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব