পঙ্গু হলে তার ঠিকানা হয় হুইলচেয়ারে। কিন্তু ডাকাতি করা যার পেশা তাকে কি এভাবে আবদ্ধ রাখা যায়। সুস্থ হলেই আবার বেরিয়ে পড়বেন আগের পেশায়। তাই বলে হুইলচেয়ারে বসেই। আপনার কাছে আপাতত এ কাজটা অস্বাভাবিক হলেও সত্যিই এমন একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তাও আবার দিনদুপুরে। রাজ্যের অস্টোরিয়ার ব্রডওয়ের স্যানটারডার ব্যাংক থেকে অভিনব পদ্ধতিতে প্রায় ১০০০ ডলার ডাকাতি করে নির্বিঘ্নেই পালিয়ে যায় ওই ব্যক্তি।
ডাকাতির সময় ২০ বছরের মতো বয়সী ওই দুষ্কৃতীর পরনে ছিল জিনস। মাথায় হুড। ব্যাংকে এসে এক নারী কর্মীকে শুধু এক টুকরো কাগজ ধরিয়ে দেয়। সে কোনো অস্ত্র দেখায়নি। কিন্তু ব্যাংকের ওই কর্মী তাকে ১,২১২ ডলার ওই দুষ্কৃতীর হাতে তুলে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কাজ হাসিল করার পর ধীরে সুস্থে বেরিয়ে যাচ্ছে ওই ডাকাত।
https://www.youtube.com/watch?v=ghF39NqZ-n4#t=45
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৫/মাহবুব