বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক প্রেমিকাকে চুমু খাওয়ার অপরাধে নাইম ফকির (১৯) নামের এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার রবিবার বেলা ১১টায় ১০ম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকার অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নাইম ফকির উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মো. কামাল ফকিরের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার।
প্রেমিকা তার অভিযোগে বলেছেন, নাইম ফকির দীর্ঘদিন ধরে তাকে পথে ঘাটে উত্যক্ত করে আসছে। সর্বশেষ গত ২৮ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে জড়িয়ে ধরে জোরপূর্বক চুমু খায়। এ অভিযোগ পাওয়ার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই নাইমকে সন্ন্যাসী বাজার থেকে আটক করেন। এ বিষয়ে রবিবার মোবাইলকোর্টের জিজ্ঞাসাবাদে নাইম ফকির মেয়েটিকে প্রেমিকা দাবি করেন। কিন্তু মেয়েটি আগে তাদের মাঝে সম্পর্ক ছিল কিন্তু এখন নেই বলে জানান।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৫/মাহবুব