যুক্তরাজ্যে কর্ম দিবসের তুলনায় ছুটির দিনে জন্ম নেওয়া শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি। দেশটিতে ১৩ লাখের বেশি শিশু জন্মের ঘটনা পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকরা।
গবেষকরা দেখেছেন, যুক্তরাজ্যে সাপ্তাহিক ছুটির দিনে জন্ম নেয়া প্রতি এক হাজার শিশুর মধ্যে সাতটি শিশু মারা যায়। অন্যদিকে কর্ম দিবসে জন্ম নেয়া প্রতি হাজার শিশুর মধ্যে মৃত্যুর হার ৬.৫ শতাংশ। পার্থক্য কম হলেও বিষয়টা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের।
ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা বলছেন, যদিও তুলনামুলকভাবে পার্থক্য খুবই সামান্য, কিন্তু ছুটির দিনগুলোতে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।
২০১০ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া শিশুদের উপর ওই গবেষণাটি করা হয়।
যুক্তরাজ্যে ছয় লাখ ৭৫ হাজার শিশু জন্মের মধ্যে গড়ে সাড়ে চার হাজার শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ