বিশ্বের সবচেয়ে মোটা মানুষ আন্দ্রেস মোরিনো আর নেই। শুক্রবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সনোরা শহরের একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
৩৮ বছর বয়সী মোরিনোর ওজন ছিলো ৪শ ৫০ কেজি। গত দু’মাস ধরে তিনি ওজন কমানোর সার্জারি নিচ্ছিলেন। অতিরিক্ত ওজন কমাতে জেলিস্কো স্টেটের গুয়াদালাজারাতে চলতি বছরের ২৮ অক্টোবর বারিয়াট্রিক সার্জারি নেন তিনি।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হার্ট অ্যাটাক ও পেরিটোনাইটিস (পেটের আবরণে প্রদাহ) জনিত কারণে মেক্সিকোর একটি হাসপাতালে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, মোরিনো আরও দু’বার হার্ট অ্যাটাক করেছেন। কিন্তু তৃতীয়বার তাকে আর বাঁচানো গেলে না। অ্যাম্বুলেন্সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোরিনোর ডাক্তার জানান, সাবেক এ পুলিশ অফিসার সার্জারির মাধ্যমে ওজন কমিয়েছিলেন ৩শ ২০ কেজি। তবে তার লক্ষ্য ছিলো ৮৫ কেজিতে নেমে আসা।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব