ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কি কোনো কিছুর অভাব আছে! ক্ষমতা, প্রতিপত্তি, সম্মান থেকে শুরু করে সবকিছুই রয়েছে উনার পদতলে। তা সত্ত্বেও অন্যান্য সাধারণ মানুষের মতো তিনিও সময় সময় বিশ্বের বিভিন্ন নেতা এবং সেলিব্রেটিদের কাছ থেকে উপহার পান। তবে যার সবকিছু রয়েছে তিনি উপহার হিসেবে কী পান তার প্রতি আমজনতার তীব্র আগ্রহ থাকাটাই স্বাভাবিক। ব্রিটেনের রাণীর বাসভবন বাকিংহাম প্যালাস থেকে ২০১৫ সালে পাওয়া উনার আনুষ্ঠানিক উপহারের একটি তালিকা আজ প্রকাশ করা হয়েছে। এতে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া মূল্যবান জুয়েলারি ও অলংকারের পাশাপাশি রয়েছে বেশ কিছু 'অস্বাভাবিক' উপহারও। যেমন গত বছরের জুনে ব্রিটেন সফরে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা রাণী দ্বিতীয় এলিজাবেথকে যেসব উপহার দিয়েছেন তা অন্যের কাছে অস্বাভাবিক-ই মনে হতে পারে।
মিশেল ওবামা ব্রিটেনের রাণীকে উপহার হিসেবে দিয়েছেন এক বাক্স লেমন ভেরবেনা চা, একটি মোমবাতি, মধুভর্তি দুটি ছোটো বোতল এবং হানি বাটারের একটি জার। লক্ষণীয় হলো, মিশেল ওবামা এসব নিজের কিচেনেই তৈরি করেছেন! এছাড়াও মিশেল রাণীকে টিফানি অ্যান্ড কোম্পানির একটি সিলভার হানিকম ও বি বাড ভেইস উপহার দেন।
ব্রিটেনের রাণীর গত বছর পাওয়া আরো কিছু উপহার আগ্রহ জাগিয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস'র গভর্নরের উপহার। তিনি রাণীকে উপহার হিসেবে দিয়েছিলেন 'এক বস্তা লবণ'। আর জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গক রাণীকে দিয়েছিলেন ব্রান্ডেনবার্গ গেইটের একটি মার্জিপান মডেল। খবর এপির
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ