ব্রিটেনের প্রথম সেক্স গাইড বইটি প্রকাশিত হয়েছিল ৩৩২ বছর আগে। এবার বিক্রি করা হবে বইটি! সামনের মাসেই বইটির নিলাম হবে চেস্টারে। ন্যুনতম দাম রাখা হয়েছে ১৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় সোয়া ১৭ লাখ টাকা।
কী আছে ওই বইটিতে, অ্যারিস্টেটলের ওই 'মাস্টার পিস অ্যাডভাইস অন ফোরপ্লে'-তে বলা আছে, স্বামীর সবসময় উচিত, স্ত্রীকে যৌন সুখ দেওয়া। যৌনসুখ থেকে স্ত্রীকে বঞ্চিত করার কোনো অধিকার স্বামী বা পুরুষের নেই!
এই বইতে যৌন মিলন যেমন বোঝানো হয়েছে, তেমনই রয়েছে মেয়েদের গর্ভবতী হওয়ার জন্য নানা পরামর্শ। বইতে বেশ কয়েকবার বলা হয়েছে, যদি কোন নারী সন্তান ধারণে অক্ষম হন, তাহলে হতাশ হবেন না। রেগে যাবেন না।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব