লেবাননে মাটি খুঁড়ে পাওয়া গেছে কিছু প্রাচীন কঙ্কাল। কঙ্কালটির ডিএনএ পরীক্ষা করে পাওয়া যায় এক ‘মিসিং লিঙ্ক’ যা উধাও হয়ে গিয়েছিল বরফ যুগের পর। বিজ্ঞানী জানালেন ইতিহাসের সেই অজানা পৃষ্ঠার কথা। সেই পৃষ্ঠায় সন্ধান মিলেছে আধুনিক মানুষের আগের পর্যায়ের মানুষ সম্পর্কে যার অস্তিত্বের কোনো ধারণাই করা যায়নি।
প্রায় ৩০ হাজার বছর আগে ইউরোপে বসবাস করতেন আধুনিক মানুষের এই পূর্বপরুষরা। বরফ যুগ শেষ হওয়ার পর পৃথিবীতে গরম বাড়তে থাকলে বরফের সঙ্গে সঙ্গে ইউরোপ থেকে হারিয়ে যায় এরা। শেষবারের মতো ১৫ হাজার বছর আগে ইউরোপে এদের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এদের ডিএনএতে যে ‘হ্যাপলোগ্রুপ এম’এর তা এশিয়ান, অস্ট্রেলীয় বা আমেরিকানদের মধ্যে পাওয়া গেলেও ইউরোপে ছিল পুরোপুরি অনুপস্থিত। এবার বিজ্ঞানীদের হাত্ই এসে গেল সেই মিসিং লিঙ্ক।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা