১৮৬৮ সালে হাওয়াই দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এর মাত্রা ছিল ৭.৯ মাত্রার। বিকেল সাড়ে ৪টার দিকে সুনামী ধেয়ে এসেছিল। ধস নামে। সেই ভূমিকম্পে মৃত্যু হয় ৭৭ জন।
হাওয়াই দ্বীপপুঞ্জের সেইবারের ভূমিকম্প এতোটা জোরালো ছিল যে ১৪৮ বছর পরেও আফটার শকে সেখানকার কিছু জায়গা কেঁপে ওঠে। আফটার শকের ফলে ৫ বার অগ্ন্যুৎপাত হয়।
যদিও ২০০০ সালের পর থেকে কম্পনের মাত্রা খুব কমে এসেছে, তবে এখনো হাওয়াই দ্বীপপুঞ্জে আফটার শক হয়ে চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচে' বড় দ্বীপপুঞ্জে অধিবাসীরা ব্যাপারটা মোটামুটি মেনে নিয়েই দিনযাপন করেন।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা