রাশিয়ার পোল মেট্রো স্টেশনের কাছে হঠাৎ দেখা যায় একজন বোরখা পরিহিত নারী 'আমি একজন সন্ত্রাসী' বলে চিৎকার করছেন। আর তাঁর হাতে ৩ বছরের একটি শিশুকন্যার কাটা মাথা। তিনি নিজেই তাঁর সন্তানকে হত্যা করেছেন বলে চিৎকার করছেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে।
জানা গেছে, ওই নারী উজবেকিস্তানের বাসিন্দা। শিশুটি তার নয়। তিনি ওই শিশুর নানী। রাস্তায় ওই নারী চিৎকার করতে করতে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে মেট্রো স্টেশনটা বন্ধ করে দেয়। কিন্তু তাঁকে তল্লাশি করে কোনো বিষ্ফোরক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ এই নারী শিশুটির কাটা মাথা নিয়ে রাস্তায় চিৎকার করতে থাকেন। আর বলতে থাকেন, 'আমার সন্তান মারা গেছে, এবার আমি সবাইকে মেরে ফেলব। আমি মানব বোমা। আমি গণতন্ত্রে ঘৃণা করি। আমি এক সেকেন্ডে নিজেকে সমেত সবাইকে উড়িয়ে দেব।'
ওই নারীর হুমকিতে সঙ্গে সঙ্গে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সাধারণ মানুষ ভয় চিৎকার করতে শুরু করে। এর পরেই পুলিশ এসে গ্রেফতার করে তাঁকে। তবে ওই নারীর এমন চিৎকারের এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, শিশুটির মা-বাবা দু'জনেই চাকরিজীবী। নানীর কাছে সন্তানকে রেখে তাঁরা কাজে যান। প্রায় ১৮ মাস ধরে ওই নারীর কাছে ছিল শিশুটি।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব