ভারতের রাজনৈতিক দলগুলো গত ৫ বছরে ৪ হাজার ২৬১ কোটি ২৩ লাখ রুপি আয় করেছে। এ আয়ের তালিকায় শীর্ষে রয়েছে দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। দলটি এ সময়ে আয় করেছে ১ হাজার ৬৮৭ কোটি ১২ লাখ রুপি। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ দলটি একই সময়ে আয় করেছে ১ হাজার ৪৭৫ কোটি ৪৪ লাখ রুপি।
সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা ইলেকশন ওয়াচ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
ভারতের রাজনৈতিক দলগুলো ২০১০-১৪ সালের যে আয়কর রিটার্ন এবং চাঁদাদাতাদের তালিকা দেশটির নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে, তারই ভিত্তিতে এ হিসাব দিয়েছে এআরডি এবং ইলেকশন ওয়াচ।
এনজিও দুটি বলছে, দলগুলো এ মোটা অঙ্কের অর্থ চাঁদাসহ নানা উপায়ে আয় করেছে। কংগ্রেস বেশিরভাগ অর্থ সংগ্রহ করেছে দলের 'কুপন' বিক্রির মাধ্যমে। এছাড়া অনুদানও রয়েছে।
অন্যদিকে, গত ৫ বছরে বিজেপির আয়ের সিংহভাগ অর্থাৎ ৮৭.৯৩ শতাংশ এসেছে স্বেচ্ছা অনুদান হিসেবে।
ভারতের অন্যতম রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টি (বিএসপি) গত ৫ বছরে যা আয় করেছে তার বেশিরভাগই এসেছে স্বেচ্ছা অনুদান থেকে। দলটি জানায়, অর্থ সংগ্রহের ক্ষেত্রে কারও কাছ থেকে ২০ হাজার রুপির বেশি নেওয়া হয়নি।
সাধারণত ভারতের রাজনৈতিক দলগুলোর অর্থের উৎস চাঁদা বা অনুদান। আর রাজনৈতিক উদ্দেশ্যে তহবিল সংগ্রহই দেশটির দুর্নীতির প্রধান উৎস হয়ে উঠেছে। তাই অর্থ সংগ্রহের সব তথ্য নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোকে সরবরাহ করার সুপারিশ করেছে এডিআর।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ