নিজের জীবন দিয়ে কোলের শিশুকে বাঁচিয়ে নজির গড়েছেন বহু ‘মা’৷ কিন্তু এই সমাজে রয়েছে সব কিছুরই ব্যতিক্রম, আছে সেই মায়েরও ব্যতিক্রমী চরিত্র৷ এক্ষেত্রে যেমন হল, পেটের টানে নিজের সদ্যজাত সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দিতেও হাত কাঁপল না এক মায়ের৷ ঘটনাটি ভারতের ঝাড়খণ্ডের রামগড়ের বিরহর তলার৷
চরম অভাবের সংসার চালানোর জন্য তার সদ্যজাত সন্তানকে মাত্র আড়াই হাজার টাকার বিনিময়ে কেদার সাও নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন বিধবা আনো বিরহর৷ সেই টাকা দিয়ে কিনেছেন দুটি ছাগল৷ ওই নারীর রয়েছে আরও ছটি সন্তান, যাদের মধ্যে তিনটি ছেলে৷ অন্যদিকে কেদার সাওয়ের রয়েছে আগের চারটি সন্তান৷ প্রত্যেকেই মেয়ে৷ ফলে বিকিকিনির কোনও অসুবিধাই হয়নি উভয় পক্ষের৷ কারণ দু'জনেরই স্বার্থ জড়িত৷ সদ্যজাতের মা আনো বিরহরের পেশা দড়ি তৈরি করা৷ নিজের এই কৃতকর্ম অকপটে স্বীকারও করে নিয়েছেন আনো বিরহর৷ তিনি জানিয়েছেন কোনও পাপ কাজ করেননি তিনি৷ কারণ সন্তানকে লালন-পালন করা তার পক্ষে সম্ভবপর ছিল না৷ সন্তানের ভালোর জন্যই তিনি এ কাজ করেছেন। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করলে, তারা জানিয়েছে তদন্ত করে দেখাতে হবে৷
বিডি-প্রতিদিন/এস আহমেদ