এই পোশাক পরা যাবে না। ওই পোশাক অশালীন। এই বিতর্ক দীর্ঘদিনের। আর সেই বিতর্কের মাঝে এই শ্লীল বা অশ্লীল শব্দ দুটির মানদণ্ড যে কতটা? তা কিন্তু কেউই ঠিক জানেন না। তবুও, ঠিক করা হয়। এই যেমন সেদিনের একটি ঘটনা। এক নারীকে বিমানে ওঠার পরও ফের বিমানকর্মীদের কথায় পোশাক বদল করতে বাধ্য করা হল।
জেট ব্লু নামের এক সংস্থার বিমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে যাচ্ছিলেন ওই নারী। তার পরণে ছিল একটি শর্টস। বিমানে ওঠার পরই তাকে জানানো হয় পাইলটের আপত্তির কথা। বলা হয়, তার পরিহিত শর্টসটি নাকি নেহাতই ছোট। আর সেটা বাকি যাত্রীদের কাছে অশ্লীল বলে মনে হতে পারে। তাই তাকে পোশাক বদলাতে হবে। নইলে বিমানটি এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করবে না। এই পরিস্থিতিতে অবশেষে তিনি পোশাক বদলাতে বাধ্য হন।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৬/মাহবুব