ভারতের ১২৫ কোটি মানুষের প্রার্থনা সফল হয়নি! রিও অলিম্পিক থেকে কোন সোনা জিততে পারেনি দেশটি। কিন্তু অলিম্পিক শেষ হতেই এল খুশির খবর। ভারতকে সোনা এনে দিলেন এক বৃদ্ধা!
ভারতের চণ্ডীগড়ের মন কউর। ১০০ বছর বয়সেও তিনি দৌড়ে তাক লাগিয়ে দিলেন সবাইকে। সোনা জিতলেন আমেরিকার মাস্টার্স গেমস-এ। এই বয়সেও যে এমন দৌড়াতে পারেন তা বিশ্বাসই করা যায়না। তবে এটা শুধু বয়স্কদের দৌড় প্রতিযোগিতা ছিল।
সূত্র: কলকাতা নিউজ ২৪
বিডি প্রতিদিন/৩১ আগস্ট ২০১৬/হিমেল-০৭