ভারতের উড়িষ্যার একটি গ্রামে মানুষদের বাধ্য করা হয় মল, মূত্র ও ঘাম খেতে। কেউ যদি তাতে রাজি না হয় তাহলে জোর করা হয়। কারণ তাতেই নাকি ডাকিনীবিদ্যায় 'সিদ্ধিলাভ' সম্ভব হবে!
২০১৩ সালে উড়িষ্যায় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের সঙ্গে মোকাবিলার লক্ষ্যে একটি আইনও করে ভারত সরকার। কিন্তু রাজ্যের পরিস্থিতি বদলে ব্যর্থ হয় সেই আইন।
গত বৃহস্পতিবার উড়িষ্যার গঞ্জাম জেলার জগদেবপুরে ঘটে এমনই একটি ঘটনা। প্রথমে দুজন ব্যক্তির দাঁত উপড়ে নেওয়া হয়। তারপর তাদের বাধ্য করা হয় মল, মূত্র ও ঘাম খেতে। খবরটি প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় ইংরেজী পত্রিকায়।
গ্রামবাসীদের অভিযোগ, এর পিছনে রয়েছে ডাকিনীবিদ্যা চর্চা। এ বিদ্যায় সিদ্ধিলাভ করতে যুগ যুগ ধরে এ ধরনের কর্মকাণ্ড হয়ে আসছে গ্রামটিতে। সূত্র: নতুনসময়.কম
বিডি-প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ