ভারতের পশ্চিমবঙ্গের কামাতিপুরা বলতেই সবার আগে মাথায় আসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লির কথা। দিন-রাত এই নিষিদ্ধপল্লিতে চলছে দেহব্যবসা। কিন্তু এখানে যৌনতার আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর কাহিনি। পুরো এলাকা জুড়ে অবশ্য নয়। বিশেষ একটি পতিতালয়ে এখনও বিশেষ কয়েকজন খদ্দেরের অপেক্ষায় বসে থাকেন এক মৃত যৌনকর্মী।
ভারতে ইংরেজদের রাজত্বকালে ব্রিটিশ সেনাদের নিয়মিত যাতায়াত ছিল কামাতিপুরার নিষিদ্ধপল্লিতে। সেই সময় রাশিয়া ও জাপান থেকে নারীদের জোর করে ধরে নিয়ে এসে বেশ্যাবৃত্তি করানো হত। সেই যৌনকর্মীরা আর কোনওদিনও নিজেদের বাড়ি ফিরে যেতে পারেননি। এখানেই তাদের জীবন শেষ হয়।
স্থানীয়দের অনেকে বলেন, ২৫ নম্বর পতিতালয়ে এখনও এক মৃত নারীকে রাতে দেখা যায়। তার অতৃপ্ত আত্মা এখনও এই ঘরের চার দেওয়ালেই বন্দি হয়ে রয়েছে। অনেক খদ্দেরই সেই অশরীরীর লালসার শিকার হন। অনেক সময় এই অশরীরীর ভয়ে খদ্দেররা সেই এলাকা থেকে ভয়ে পালিয়েও যান। পতিতালয়ের চড়া মেকআপের আড়ালে লুকিয়ে থাকা আতঙ্ক এখনও তাড়া করে বেড়ায় অনেক যৌন পিপাসুকে।
বিডি প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন