পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা প্রাণীর সঙ্গে মানুষের বিয়ের খবর শোনা যায়, যা নিয়ে কম তর্কে-বিতর্কে মেতে উঠেন নেটদুনিয়া। এবার পাওয়া গেলে আরও এক আজব খবর, বিষধর সাপের সঙ্গে বিয়ে। তা-ও আবার যে সে সাপ নয়, ১০ ফুটের গোখরো সাপ! অবিশ্বাস্য হলেও থাইল্যান্ডের এমনই এক ঘটনা নিয়ে নেট দুনিয়া তোলপাড় শুরু হয়ে গেছে।
কিন্তু কি এমন হলো যে, তিনি জীবনসঙ্গিনী হিসেবে একেবারে সাপকে বেছে নিলেন। যুবকের ভাষ্য, এক দুর্ঘটনায় যুবকের প্রেমিকা মারা গিয়েছিলেন। সেই প্রেমিকাই নাকি সাপ রূপে জন্ম নিয়ে তার কাছে ফিরে এসেছে। এক জঙ্গল থেকে তুলে আনার পর সাপটিকে সঙ্গে নিয়ে তিনি ঘুমান, ভিডিও গেইম খেলার পাশাপাশি সর্বক্ষণ তার কাছাকাছি রাখেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব