জীবনে একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করে সকলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অনেকে একসঙ্গে প্রায় গোটা জীবন কাটিয়ে দেয় আবার অনেকে কিছু বছর পর বিচ্ছিন্নও হয়ে যায়। কিন্তু একসঙ্গে ৮৮ বছর থাকার নজির খুব একটা পাওয়া যায়না। কারাম চাঁদ এবং কার্তারি বিবাহ করেছে ৮৮ বছর আগে। বয়সের দিক থেকে দুজনেই সেঞ্চুরি করে ফেলেছেন। বয়সের ভারে দুজনে ন্যুব্জ হলেও ভালোবাসায় টান পরেনি।
এই ব্যপারে বৃদ্ধা কার্তারিকে বলা হলে তিনি লাজুক হয়ে শুধু হাসেন বলে জানান তার স্বামী কারামচাঁদ। ১৯৬০ সালে তারা তাদের জীবন শুরু করেছিলেন। কারাম জানিয়েছেন, অনেক কষ্ট করে জীবন শুরু করলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তারা আরও জানান সৃষ্টিকর্তার আশীর্বাদে তাদের আটটা সন্তান, ২৬ টা নাতি-নাতনী এবং ২৭টা প্র-পৌত্র আছে। সব মিলিয়ে তাদের বেশ গোছানো সংসার।
তারা এও জানিয়েছেন, তাদের বয়স হয়েছে বলে কেউ তাদের অবহেলা করেনা। বরং কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া হয়। এইভাবেই তারা তাদের জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেওয়ার ইচ্ছাও জানিয়ে দেন।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০২