কাঠের ভাস্কর্যের ওপর উজ্জ্বল রংয়ের অঙ্কন-সম্বলিত কফিনে নতুন এক মমির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। রবিবার মিশরে একটি কবরের ভেতর সুরক্ষিত অবস্থায় থাকা ওই কফিনে ৩২০০ বছরের পুরনো মমিটির সন্ধান মেলে।
কাঠের কফিনটির বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে খোদাই করে। এর রয়েছে কালো চুল এবং চোখে রয়েছে গভীর আই-লাইনার। চতুর্থ মিলেনিয়ামের বীর রাজা তুতমোস তৃতীয়'র সময়কার এক মন্দিরের কাছেই মমিটির সন্ধান মিলেছে। মন্দিরটি নীল নদের পশ্চিম উপকূলের লুক্সোর শহরে অবস্থিত।
প্রাচীন এই মমিটি আমেনরেনেফ নামের এক ব্যক্তির বলে মনে করা হচ্ছে।
মিশরের মিনিস্ট্রি অব স্টেট অব অ্যান্টিকুইটিস জানায়, তার মরদেহটি লিনেন এবং প্লাস্টারের মাধ্যমে মুড়িয়ে দেওয়া হয়েছে। কাঠের কফিনটিতে নানা রংয়ের চিত্রকর্ম শোভা পাচ্ছে। এতে আছে নানা ধর্মীয় প্রতীক।
পুরাতত্ত্ববিদরা কয়েক বছর আগে একটি সমাধিস্থল থেকে কিছু পরিত্যক্ত জিনিসপত্র খুঁজে পান। এগুলো খ্রিষ্টপূর্ব ১০৭৫ অব্দ থেকে ৬৬৪ অব্দের সময়কার। খুব শিগগিরই এই আবিষ্কারের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৮