ভারতের উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাগজোলা এলাকায় সোমবার সন্ধ্যায় তল্লাশি চালিয়ে বিস্কুটের কার্টনের মধ্যে থেকে উদ্ধার করা হল দুই সদ্যোজাত শিশুক। দেশটির নার্সিংহোমের শিশু পাচার চক্র বাবা- মাকে জানিয়েছিল, শিশু দুটি মৃত। জানা যায়, টাকার বিনিময়ে শিশু দুটি বিক্রি করে দেয়ার চেষ্টা করা হয়েছিল।
শিশু পাচারের অভিযোগে নার্সিংহোমের মালিক এক নারীসহ মোট সাতজনকে আটক করেছে সিআইডি। আর নার্সিংহোমটির বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ করেছিল ওই এলাকাবাসীই।
বিডি প্রতিদিন/এ মজুমদার