শিশুরা মাঝে মাঝে প্নেক বেফাস কথা বলে ফেলে। শিশুদের বেফাঁস কথা বলা নিয়ে বাবা-মা এর বিপত্তির শেষ থাকে না। পরিস্থিতি না বুঝে সন্তানরা অনেক সময় এমন অনেক মন্তব্য করে ফেলে, যার ফলে মানসম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে হয় যখন বাবা-মাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে সন্তানরা। আর সেই কথা যখন জনসমক্ষে বলে ফেলে তারা তখন তো আরও বেশিই বিপদ ঘটে।
সম্প্রতি ব্রিটেনের একটি সংস্থা সমীক্ষা চালিয়েছিল বিশ্বজুড়ে। যেখানে প্রশ্ন করা হয়েছিল, শারীরিক ঘনিষ্ঠতার দৃশ্য সন্তান দেখে ফেলার পরে সেটা নিয়ে নিয়ে তারা কি ধরনের মন্তব্য করেছে। এই সমীক্ষায় উঠে এসেছে একাধিক ঘটনা। তুলে ধরা হল ‘ধরা’ পড়ে যাওয়া দম্পতিদের স্বীকারোক্তি।
১। ‘স্কুলে গিয়ে আমার সন্তান বলেছিল, বাবাকে দেখলাম, মার সঙ্গে ডনবৈঠক দিচ্ছিল।’
২। ‘প্রতিবেশি আমার সন্তান বলেছিল, বাবা আর মা একসঙ্গে খেলছিল। কিন্তু যেই আমি গেলাম, খেলা বন্ধ করে দিল। আমাকে কিছুতেই খেলায় নিল না।’
৩। ‘পার্টিতে আমার বান্ধবী আমার মেয়ে প্রশ্ন করেছিল, আমাদের খাটটা তো খুব বড়। তাহলে কেন বাবা আর মা গা ঘেঁষাঘেঁষি করে শোয়।’
৪। ‘ব্রেকফাস্ট টেবিলে আমার ছেলে ওর প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বলেছিল, তুমি আমার খাবারটা খাও। আমি দেখলাম, বাবা কাল তোমার মুখে মুখ ঢুকিয়ে সব খাবার খেয়ে নিল।’
৫। ‘খুব ঘনিষ্ঠ হয়ে চুম্বন উপভোগ করছিলাম, ছেলে হঠাৎ ঘরে ঢুকে প্রশ্ন করল, আমার শ্বাস কষ্ট হচ্ছে কি না। আসলে ও ভেবেছিল ওর বাবা আমাকে মাউথ টু মাউথ রেসপিরেশন দিচ্ছে।’
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/তাফসীর-২