সম্প্রতি এক গবেষণায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেছেন, রেট্রোভাইরাস পরিবারের (এইচআইভিও এই পরিবারের সদস্য) বয়স অন্তত ৫০ কোটি বছর। যদিও আগে যা ধারণা করা হয়েছিল, তার চেয়ে আরো বেশ কয়েক মিলিয়ন বছর বেশি। গবেষণায় জানা গেছে, এই ভাইরাসের জন্ম হয় মূলত সামুদ্রিক প্রাণদের দেহে। এরপর বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে সামুদ্রিক প্রাণিদের দেহে থেকে তা স্থলভাগের প্রাণিদের দেহে প্রবেশ করে।
আমাদের গবেষণায় দেখা গেছে, রেট্রোভাইরাস পরিবারের ভাইরাসগুলোর বয়স অন্তত ৪৫ কোটি বছর। আর এই ভাইরাসগুলো সব একই সময়ে সৃষ্টি হয়েছে। এ কথা বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ড. আরিস কাটজৌরাকিস। আর এই ভাইরাসগুলো সামুদ্রিক মেরুদণ্ডী পূর্বপুরুষদের দেহেও সম্ভবত ছিল। এবং সমুদ্র থেকে ভূমিতে বসতি গড়তে আসার সময় তারা ওই ভাইরাসগুলো বহন করে নিয়ে আসেন।
এইচআইভি এই ভাইরাস পরিবারেরই সদস্য। এই ভাইরাসগুলো ক্যান্সার এবং বিভিন্ন প্রাণির দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংসের জন্যও দায়ি বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার