ভারতের মুম্বাইয়ের রাস্তার ধারের দোকানে চাইনিজ খেতে গিয়েছিলেন কয়েকজন যুবক। খাওয়া দাওয়ার পরে দাম দিতে বলা হলে, তারা দোকানী এবং সেই দোকানের কর্মীর সঙ্গে বচসা শুরু করেন।
জানা গেছে, পছন্দ মত খাবার নয় তবু কেন এত দাম এই নিয়ে বচসা চরমে ওঠে তাদের মধ্যে। অভিযোগ সেই কয়েকজন যুবক দোকানের কড়াইয়ে থাকা ফুটন্ত তেল দোকানী ও কর্মীকে ছুঁড়ে মারেন। ঘটনায় আহত হয়েছেন দোকানের এককর্মী।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। মুম্বাইয়ের উল্লাসনগরের ভেনাস চকের এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ভিট্টলওয়াডি থানায়। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৫০৪ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর