কুকুর প্রভুভক্ত প্রাণী। এই কথা সুপ্রাচীন কাল থেকে সর্বজন প্রচলিত। কিন্তু আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের গুচল্যান্ডে কিন্তু সম্পূর্ন উল্টো ছবি সামনে আনছে। কেননা ধারণা করা হচ্ছে বেঠানি লিন স্টিফেন্স নামের এক তরুণী প্রাণ হারিয়েছেন তারই পোষ্যদের কামড়ে।
জানা গেছে, বেঠানি লিন স্টিফেন্সের সারমেয় ছিল দুইটি পিটবুল। বৃহস্পতিবার বিকেলে তিনি তার সারমেয় দুইটিকে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আর ফিরে আসেননি। পরে খুঁজতে দেখা যায় সেই কুকুরেরা একটি ছিন্নভিন্ন দেহকে ঘিরে রেখেছে। সামনে গিয়ে দেখা যায় দেহটি হতভাগ্য বেঠানি স্টিফেন্সের।
২২ বছরের স্টিফেন্সের শরীরের ক্ষত পরীক্ষা করে দেখা যায় তিনি আত্মরক্ষারও চেষ্টা করেছিলেন। তদন্তকারীদের অনুমান, কুকুর দু’টি প্রথমেই স্টিফেন্সের গলা ও মুখের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কেন কুকুরগুলি তার মালিককে এভাবে আক্রমণ করল, তা এখনও স্পষ্ট নয়। তবে তারাই যে স্টিফেন্সকে হত্যা করেছে তাতে কোনও সন্দেহ নেই।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসী