যুক্তরাষ্ট্র জুড়ে তাপমাত্রা এখন মাইনাসেরও অনেক নিচে। এর মধ্যেই কোথাও যায়গা হয়নি মা কুকরটির। অথচ তার মালিক ছিল। তাপমাত্রা মাইনাসের নিচে জেনেও নিরীহ পোষাটিকে ঘরে নিয়ে আসেননি।
গত ২৬ ডিসেম্বর কুকুরটি নয় সন্তানের জন্ম দিলেও আটটিকেই বাঁচানো যায়নি। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নক্স কাউন্টিতে ঘটেছে এ ঘটনা।
পরে কুকুরের মালিক নক্স কাউন্টি হিউম্যান সোসাইটির কাছে সাহায্যের আবেদন করেন। কিন্তু তার আগেই ঠাণ্ডায় জমে গিয়ে মারা যায় আটটি বাচ্চা। শুধু একটি তখনো বেঁচেছিল। শেষ পর্যন্ত মালিকের দয়া হয়েছে। আর একটু বিলম্ব করলেও বাকি বাচ্চাটিসহ মা কুকুরটিও মারা যেত।
নক্স কাউন্টি হিউম্যান সোসাইটির এক উদ্ধারকর্মী বলেন, 'কুকুরটির শরীরের তাপমাত্রা ছিল অস্বাভাবিকভাবে কম, ৯৫ এর নিচে। তার ত্বক এত ঠাণ্ডা ছিল যে স্পর্শ করতেও বেগ পেতে হয়েছিল।'সূত্র : ইয়াহু নিউজ
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা