ভায়াগ্রার ট্যাবলেট এত বেশি খেয়ে ফেলেছিলেন যে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে নগ্ন হয়ে যাত্রীদের বিরক্তি বাড়ালেন আমেরিকার পর্যটক স্টিভ চো।
বিমানবন্দরে শুধু নগ্ন হয়ে ঘোরাই নয়। যত্রতত্র পায়খানা করেছেন। বিমানবন্দরের কর্মীর গায়ে হাত তুলেছেন। এক কর্মীকে ছুঁড়ে ফেলতে গেছেন। আপাতত শ্রীঘরে রয়েছেন স্টিভ।
২৭ বছরের যুবককে নিয়ন্ত্রণে এনেছেন বিমানবন্দরের ৬ নিরাপত্তাকর্মী। নিউইয়র্কের বাসিন্দাটি মানসিক রোগের শিকার। তিনি পুলিসকে জানিয়েছেন, অতিরিক্ত সেক্স ড্রাগস খেয়ে ফেলাতেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি।
তার কথায়, উত্তেজনা চেপে রাখতে পারেননি। বিমানবন্দরের কর্মীরা তাকে বারবার শান্ত হওয়ার আবেদন জানালেও যুবকটি তা শোনেননি। পরবর্তীতে স্টিভ অবশ্য গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।
এমনকি বিমানবন্দর কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন। প্রথমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় থানায়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর