হস্তরেখা থেকে অনেকেই ভাগ্য গণনা করে থাকেন। হাতের রেখা থেকে একটি মানুষ সর্ম্পকে অনেক অজানা তথ্য বলে দেওয়া যায়। রেখা গুলি দেখতে একই রকম হলেও প্রত্যেকটি রেখা একে অপরের থেকে আলাদা এবং প্রত্যেকটি রেখার আলাদা তাৎপর্য রয়েছে। এই রেখার মধ্যেই থাকে হার্ট-লাইন। যা আপনার প্রেম এবং সর্ম্পকের কথা বলবে।
আপনার পার্টনারের হাতে যদি রেখাটি একই লাইন বরাবর থাকে তাহলে আপনি ভাগ্যবান। এ ধরনের ব্যাক্তিরা সিরিয়াস এবং কনস্টান্ট রিলেশনসিপ পছন্দ করেন।
এছাড়া, তারা বিচারবুদ্ধি সম্পন্ন হন। কোন বিষয়কে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করতে পছন্দ করেন। মানুষ হিসেবে এরা অন্যের মতামতকে গুরুত্ব দিতে পছন্দ করেন।
বাঁ-হাতের নীচের দিকে রেখাটি থাকলে- এই ধরনের মানুষেরা নিজের থেকে বয়সে বড় এবং জ্ঞানী পার্টনার পছন্দ করেন। প্রেমের দিক থেকে হন বেশ দক্ষ ও রোমান্টিক ধরনের। বেশীরভাগ সময় নিজের সিক্সথ সেনসকে কাজে লাগান এবং ভরসা করেন।
বাঁ-হাতের উপরের দিকে রেখাটি থাকলে- সিরিয়াস রিলেশনসিপ খুব একটা পছন্দ করেন না। প্রেমকে জীবনের ভাল থাকার একমাত্র কারণ বলেও মনে করেন না। নিজের থেকে বয়সে ছোট বা অন্য ধর্মের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন। নিজেকে নিয়ে জীবনের প্রতি পদক্ষেপেই আত্মবিশ্বাসী হন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন