মদ্যপান করে কুমির ভর্তি জলাশয়ে ঝাঁপ দিল জিম্বাবুয়ের এক যুবক। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গেলেও তার একটি হাত কুমীরে কামড়ে ছিঁড়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল রাতে।
খবর অনুযায়ী, কলিন মিলার নামের সেই যুবক একটি সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে বেড়া টপকে জলাশয়ে ঝাঁপ দেন। সেখানেই ছিল তিনটি কুমীর।
জানা যায়, যুবক যে পানশালায় মদ্যপান করছিলেন, জলাশয়টি তার খুব কাছেই। মিলার সেই পানশালার রান্নাঘর দিয়ে বেরিয়ে বেড়া টপকে সরাসরি জলাশয়ে ঝাঁপ দেন। ঘটনাস্থলে উপস্থিত আরও দু’জন সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে মিলারকে টেনে আনেন, না হলে হয়তো তাকে প্রাণে বাঁচানো যেত না।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘‘ভদ্রলোক রান্নাঘর দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যান। তারপর উনি জলাশয়ে ঝাঁপ দিতেই কুমিরগুলি তাকে ঘিরে ধরে। তিনি ভাগ্যবান যে দু’জন লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা সঙ্গে সঙ্গে তাকে টেনে আনেন। কিন্তু ততক্ষণে একটি কুমীর তার হাত ছিঁড়ে নিয়েছে।’’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর