ঐশ্বর্যশালী বিবাহের প্রথার তালিকায় প্রথম দিকেই নাম থাকে ভারতের৷ কারণ ভারতীয়রা বিবাহকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকে৷ সোনার প্রতি ভারতীয়দের মোহকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না৷ তবে সোনার প্রতি চরম আসক্তির প্রমাণ দিলেন এবার এক পাকিস্তানি।
নাম সালমান সাহিদ, পেশায় তিনি একজন ব্যবসায়ী৷ বাড়ি পাকিস্তানের লাহোরে৷ সকলকে অবাক করে দিয়ে, তিনি তার বিয়েতে পরেছিলেন কয়েক কোটি টাকার সোনার স্যুট৷ এখানে শেষ নয়, সঙ্গে ছিল ম্যাচিং স্বর্ণ খচিত টাই৷ পোশাকের সঙ্গে পাল্লা দিতে পায়ে ছিল আসল সোনার জুতো৷ এইভাবেই তিনি সকল আকর্ষণ নিজের দিকে করে নেন স্ত্রীর কাছ থেকে৷
জানা গেছে, স্যুটটির জন্য খরচ করা হয়েছে ৬৩,০০০ পাকিস্তানি মুদ্রা৷ জুতাটি তৈরী হয়েছে ৩২০ গ্রাম আসল সোনা দিয়ে৷ পুরো আউটফিট টির মূল্য ২৫ লক্ষ টাকার মত বলে জানা গেছে৷ তবে সোশ্যাল মিডিয়ায় ঝলমলে সোনা খচিত এই বিবাহ একই সঙ্গে কৌতুক এবং অবজ্ঞার সৃষ্টি করেছে৷
ইনস্টাগ্রামে এক ব্যাক্তি কমেন্টে বলেছেন, ‘একটি জুতা বিক্রি করে একটি সার্জারির খরচ বহন করা সম্ভব৷’ অন্য একজন বলেন, ‘আমি দেখতে চাই কনে কী পরেছেন’৷ এখন দেখার বিষয় এটা যে এক্ষেত্রে ‘জুতা চুরির’ প্রচলিত নিয়মটি পালন করা হবে কিনা?
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর