বিপন্ন বিরল প্রাণীদের চিবিয়ে খেয়ে সোশ্যাল নেটওয়ার্কে 'ভাইরাল' যুবতী। তার খাদ্য তালিক থেকে বাদ যায়নি বিপন্ন বিড়াল থেকে টিকটিকি, সাপ, ব্যাঙ, বিরল পাখি, কিং কোবরা। যার জেরে হাজতে যেতে হল তাকে।
আজব ভোজের কয়েকটা পর্বে ভিডিও করে পরে ইউটিউবে আপলোড করেছিলেন। ভেবেছিলেন ভিডিও ভাইরাল হলে, অর্থের অভাব হবে না। কার্যক্ষেত্রে ঘটেছে উল্টো। ভিডিও ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু, লোকে ছি ছি করেছেন বেশি।
বিরল বন্যপ্রাণী হত্যার অপরাধে গ্রেফতার হয়েছেন তিনি। ইউটিউব দর্শকদের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেও গ্রেফতারি এড়াতে পারেননি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন