ভিনগ্রহে কি প্রাণ আছে? সেই কবে থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। এই নিয়ে নানা আশ্চর্য দাবিও শোনা গেছে। এবার এক চীনা লেখক দাবি করলেন, তার কাছে এক ভিনগ্রহের প্রাণীর খুলি আছে। চীনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এই দাবি করেন।
জানা গেছে, ওই লেখকের নাম লি জিয়ানমিন। ৫৫ বছরের ওই লেখক তথা স্বঘোষিত ইউফো বিশেষজ্ঞ জানিয়েছেন, তার সংগ্রহে থাকা ভিনগ্রহের প্রাণীর খুলিটির ব্যাস ১৬ সেমি। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ওই খুলিটিতে দু’টি আলাদা স্তর রয়েছে।
তিনি কোথায় থেকে পেলেন ওই খুলি? এই প্রশ্নের লি জানিয়েছেন, পথে সাজিয়ে বসানো এক বিক্রেতার থেকে। নকল নয়তো? এই প্রশ্নের উত্তরে রীতিমতো সরব লি। তার বক্তব্য, তিনি এই বিষয়ে গবেষণা করেছেন। ১০৩ পাতার সেই গবেষণাপত্রের সাহায্যে অনায়াসে প্রমাণ করে দেওয়া যাবে, ওই খুলি মহাজাগতিক কোনও প্রাণীর।
আপাতত লি চান অর্থ সাহায্য। কেননা, এখনও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি, যা রীতিমতো ব্যয়সাপেক্ষ। তবে এমন অদ্ভুত দাবি করার ফলে সোশ্যাল মিডিয়ায় লিকে অনেকেই ব্যঙ্গ করেছেন। তাদের উদ্দেশে লি'র স্পষ্ট জবাব, যে কোনওপ্রশ্নকে আমি স্বাগত জানাই। কিন্তু যদি আপনি আমাকে চ্যালেঞ্জ করতে চান, সঙ্গে প্রমাণ আনতে ভুলবেন না।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত