ভয়ঙ্কর আর্তনাদের শব্দ ভেসে আসছে জঙ্গলের ভেতর থেকে। কিন্তু শব্দটা কীসের তা কেউ বলতে পারছেন না। ধীরে ধীরে রহসের জন্ম দিচ্ছে এই ঘটনা। সম্প্রতি কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঞ্চলের প্রত্যন্ত গ্রাম মরিসটাউনের কাছে অবস্থিত জঙ্গলে এক ঘটনা ঘটে।
এরই মধ্যে অদ্ভুত সেই শব্দের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে দ্রুতই তা ভাইরালে পরিণত হয়।
এ ব্যাপারে কন্সপাইরেসি থিওরি, বিয়ন্ড রিয়েলিটিসহ বেশ কিছু সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে।
বাকলি নদীর কাছে অবস্থিত ওই জঙ্গলে অবশ্য কেউ শব্দের উৎসের সন্ধানে যায়নি। তবে গ্রামবাসীরা বলছেন, শব্দটি জঙ্গলের ভেতর থেকে আসলেও এর উৎসটি কখনই গ্রামের কাছে আসেনি। এ নিয়ে স্থানীয়রা ভয় পেলেও কেউ কেউ বলছেন, গাছের ফাঁক দিয়ে বাতাস চলাচলের কারণে এমন শব্দের সৃষ্টি। আবার কারও মতে, জঙ্গলের ভেতরে এই শব্দটি হাতির হতে পারে। কিন্তু সেখানে তো হাতি নেই, তাহলে?
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম