বড়দিনের সময় অন্যরা যখন ছুটি কাটানোর সময় পান, তখনই আরও বেশি করে ব্যস্ততা বাড়ে বিমানসেবিকাদের। কিন্তু বাবা-মায়েদেরও তো সময় কাটাতে ইচ্ছা হয় মেয়ের সঙ্গে। সেই ইচ্ছা পূরণ করতে যা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক ব্যক্তি, তা জানলে হয়তো বাবা-মা হিসেবে গর্ব হবে অনেকেরই।
হ্যাল ভন নামের সেই ব্যক্তি মেয়ের সঙ্গে সময় কাটাতে অভিনব উপায় বেছে নেন। বড়দিনের রাত থেকে শুরু করে পরের দিন অবধি যতগুলো ফ্লাইটে বিমানসেবিকা হিসেবে কাজ করবেন তার মেয়ে, তার সবকটির একটি করে টিকিট বুক করে নেন তিনি। মেয়ে পিয়ার্স'র সঙ্গে দেখা করবার এই আকুল চেষ্টা মন কেড়ে নেয় বিমানে তার সহযাত্রী মাইল লেভির।
এই সম্পূর্ণ ঘটনাটি নিজের ফেসবুক প্রোফাইলে লিখে পোস্ট করেন মাইল। কয়েক লক্ষ লাইক ও শেয়ার হয় এই পোস্টটি। হ্যালের কন্যা পিয়ার্সেরও নজরে আসে এই ফেসবুক পোস্টটি। তিনিও এটি শেয়ার করে ধন্যবাদ দেন মাইলকে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সকলেই বলাবলি করছেন যে, বড়দিনে একজন বাবা হিসেবে তাঁর মেয়েকে এর চেয়ে ভাল উপহার আর কি ই বা দিতে পারেন কেউ?
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত