ভারতের মুম্বাই'র ডোমবিভালি এলাকার এক নারীকে প্রতিদিন ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছিল। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নিজেই অভিযুক্তকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
জানা গেছে, ওই নারী পরিকল্পনা করে বন্ধুদের সঙ্গে মিলে একটি ফাঁকা এলাকায় ডেকে পাঠায় সেই যুবককে। সেখানেই তার সঙ্গীদের নিয়ে এই অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নেয়। শুধু তাই নয়, তার আগে এই যুবককে ওই নারী বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে। ওই নারী এবং তার দুই বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
ওই নারী পুলিশকে জানায়, শুধু শ্লীলতাহানি নয়, রীতিমতো প্রতিদিন ওই যুবক হেনস্তা করত তাকে। ভবিষ্যতে তার মতো আর কোনও মেয়ে কে এই পরিস্থিতি এই যুবক যাতে না ফেলে সেই কারণে এই ভাবে সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সে পুলিশকে জানায়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত