তাইওয়ানের রাষ্ট্রীয় বিমান সংস্থা চায়না এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ বিমান দুরন্ত গতিতে ছুটে চলেছে আকাশে। আর এমন সময় ককপিটে বসে ঘুমোচ্ছেন পাইলট! এরকমই এক ঘটনার ভিডিও এখন ভাইরাল।
গোটা ঘটনাটি ভিডিও রেকর্ড করেছেন বিমানের কো-পাইলট। অর্থাৎ তিনি ওই ঘুমন্ত পাইলটকে না জাগিয়ে ভিডিও করে গিয়েছেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত বিমানচালকের ২০ বছর বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। চীন সংবাদমাধ্যমের খবর, অভিযুক্ত ওই বিমান চালককে শস্তি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ