হ্যান্ডব্যাগে করে ৬ দিনের এক শিশুকে পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক নারী। গত বুধবার এই ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের মানিলা বিমানবন্দরে। ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর মুখপাত্র জানিয়েছেন, দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন এক মার্কিন নারী। তার হ্যান্ডব্যাগ থেকে একটি সদ্যোজাত শিশুকে উদ্ধার করা হয়েছে।
মুখপাত্র মাবুল্যাক জানিয়েছেন, মানিলা বিমানবন্দরে ৪৩ বছর বয়সি এক মার্কিন নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স মাত্র ৬ দিন। বিমানবন্দরে ওই নারী একাই ছিলেন। তার সঙ্গে ছিল নিজস্ব পাসপোর্ট। আর ছিল একটি বিশাল সুটকেস। তবে উদ্ধার হওয়া শিশুটির কোনও কাগজপত্র পাওয়া যায়নি।
জানা গেছে, ওই মার্কিন কাছে শিশুটির বিষয়ে কোনও তথ্য মেলেনি। জেরায় ওই নারী জানিয়েছেন, তিনি শিশুটির আত্মীয়া হন। কিন্তু তার প্রমাণ দিতে ব্যর্থ হন অভিযুক্ত। প্রাথমিক অনুমান, শিশুপাচার করতে গিয়েই ওই নারী ধরা পড়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ