জার্মানির ৮১ বছর বয়সী এরিকা রিশকো টিকটিকে ১০০-র বেশি ভিডিও আপলোড করেছেন। প্ল্যাংক, পুল-আপ আর নাচের এসব ভিডিওতে ২০ লাখের বেশি লাইক পড়েছে।
টিকটকে তার অনুসারীর সংখ্যা প্রায় সোয়া এক লাখ। গত বসন্তে জার্মানিতে লকডাউন শুরু হলে তার প্রথম ভিডিও আপলোড করা হয়। কিছু ভিডিওতে এরিকার সঙ্গে তার স্বামীকে দেখা যায়।
‘এটা দারুণ, জাস্ট গ্রেট। নিজেকে নিয়ে আমি এখন যতটা আত্মবিশ্বাসী, আগে ততটা ছিলাম না’,- বলেন এরিকা রিশকো।
তরুণদের মন্তব্য থেকেও উৎসাহ পান তিনি।
তিনি বলেন, ‘তরুণরা যখন আমাদের বলে যে, তারা মনে করে, আমরা গ্রেট এবং আমরা কীভাবে এমনটা করি, এটা দারুণ অনুপ্রেরণা দেয়।’
সূত্র: ডয়চে ভেলে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ