সড়কপথে নৌকা! এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্যানহ্যান্ডলে ওকালোসা কাউন্টিতে।
স্থানীয় হাইওয়ে টহলদারি দলের সদস্য লেফটেন্যান্ট জেসন কিং জানান, হাইওয়ে ধরে যাচ্ছিল একটি পিকআপ ট্রাক। পিকআপটিতে ছিল গোলাপি রঙের ৩৮ ফুট দৈর্ঘ্যর একটি নৌকা। বিপত্তি বাধে একটি ওভারপাস পার হতে গিয়ে।
তুলনামূলক নিচু ওভারপাসটিতে সজোরে ধাক্কা খায় পিকআপে থাকা নৌকাটি। ধাক্কা খেয়ে নৌকাটি হাইওয়ের মাঝে আড়াআড়িভাবে ছিটকে পড়ে। আর পিকআপটি সড়কের পাশে জমিতে গিয়ে থামে।
এর ফলে ব্যস্ত সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তীব্র যানজটে আটকে পড়ে গাড়ি। এরপর নৌকাটি রাস্তা থেকে সরানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ