২০২২ সালে সিঙ্গাপুরে সর্বোচ্চ আত্মহত্যার সংখ্যা রেকর্ড করা হয়েছে। যা সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তাসহ মানসিক যন্ত্রণা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অলাভজনক প্রতিষ্ঠান সামারিটানস অব সিঙ্গাপুর (এসওএস) লিমিটেডের এক প্রতিবেদনের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
এসওএস তাদের ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সিঙ্গাপুরের শহর-রাজ্যে ২০২২ সালে মোট ৪৭৬টি আত্মহত্যার খবর পাওয়া গেছে। যাতে যুব ও বয়স্কদের মধ্যে এ ধরনের ঘটনার উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এছাড়াও দেশটিতে টানা চতুর্থ বছরের জন্য ১০ থেকে ২৯ বছর বয়সী মানুষের মৃত্যুর প্রধান কারণ ছিল আত্মহত্যা। মোট সংখ্যার ৩৯ শতাংশই বয়সের এ গ্রুপটি।
এদিকে এ ধরনের মৃত্যু বৃদ্ধিতে মানসিক স্বাস্থ্য সমস্যা ও সচেতনতার তাৎপর্য উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী আত্মহত্যার হার এক-তৃতীয়াংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, আনুমানিক সাত লাখ তিন হাজার মানুষ ২০১৯ সালে আত্মহত্যার মাধ্যমে মারা গেছে। ফলে আত্মহত্যা বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে।
সংস্থাটির মতে, ২০১৯ সাল পর্যন্ত ২০ বছরের মধ্যে আত্মহত্যার হার ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। তবে বর্তমানে বিশ্বব্যাপী আত্মহত্যার ঘটনার হ্রাসের হার ২০৩০ সালের লক্ষ্য পূরণের জন্য এখনো খুব ধীর। সূত্র : আল অ্যারাবিয়া
বিডি প্রতিদিন/আরাফাত