ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সঙ্গে সরাসরি রেসলিংয়ে নামার ঘোষণা দিয়ে টুইট করেছিলেন আরেক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। জুকারবার্গও এই লড়াইয়ে নামার ঘোষণা সাদরে গ্রহণ করেছিলেন। তারপর মাস্ক বলেছিলেন, জুকারবার্গের সাথে তার এই লড়াই তিনি টুইটারে সরাসরি সম্প্রচার করবেন।
তবে এবার মাস্ক হাজির হয়েছেন এক অজুহাত নিয়ে। ২৬ আগস্ট লড়াইয়ে নামার ইচ্ছা প্রকাশ করেন জুকারবার্গ। তবে মাস্ক এখনো তারিখ ঠিক করেননি। তারিখ ঠিক করার আগেই মাস্ক তার ঘাড় ও মেরুদণ্ডের ওপরের অংশ চিকিৎসককে দেখিয়ে নিতে চান।
এক টুইটে তিনি লেখেন, 'তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি। কাল আমি ঘাড়ে ও পিঠের ওপরের অংশে এমআরআই করাচ্ছি।' 'লড়াইয়ের আগে হয়তো অস্ত্রোপচার লাগতে পারে। এ সপ্তাহে জানতে পারব,' মাস্ক আরও জানান।
এর আগে রোববার এক টুইটে মাস্ক ঘোষণা দেন, তার ও জাকারবার্গের মধ্যকার লড়াইটি এক্স-এ সরাসরি সম্প্রচার করা হবে। তিনি আরও জানান, এ লড়াই থেকে যা আয় হবে সেগুলো 'প্রবীণদের দাতব্যসংস্থায় দেওয়া হবে'।
বিডি প্রতিদিন/নাজমুল