চীনে প্রবল বর্ষণ ও বন্যায় এবার একটি প্রজনন খামার থেকে কয়েক ডজন কুমিরের ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ চীনের এ ঘটনা নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে একটি লেক উপচে প্রায় ৭৫টি কুমির পালিয়ে গেছে। তবে এর মধ্যে কয়েকটি কুমির উদ্ধার করা সম্ভব হলেও স্থানীয়রা ‘নিরাপত্তার কারণে’ অনেকগুলো কুমিরকে গুলি করে বা বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, সরীসৃপ প্রজাতির এ প্রাণীটির মাত্র ৮টি উদ্ধার করা সম্ভব হয়েছে। নিরাপত্তার জন্য ওই এলাকার বাসিন্দাদের ঘরের মধ্যে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
চীন, হংকং, তাইওয়ান এবং জাপানে প্রভাব বিস্তার করা টাইফুন হাইকুই এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়াজুড়ে তাণ্ডব চালাচ্ছে। ঝড়ের প্রভাবে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশের গুয়াংশির বিভিন্ন এলাকায় শতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩ জন।
বিডি-প্রতিদিন/শফিক