ব্রাজিলের গায়ক ডারলিন মরিয়াসের বিষাক্ত মাকড়সার কামড়ে মারা গেছেন। তার মুখমণ্ডলে বিষাক্ত মাকড়সা কামড় দিয়েছিল।
২৮ বছর বয়সী মরিয়াস তার বাড়িতেই ছিলেন। ৩১ অক্টোবর তাকে সেখানেই মাকড়সাটি মুখে কামড় দেয়।
তার ১৮ বছর বয়সী সৎ বোনও একই ধরনের মাকড়সার কামড়ে ভুগছেন। তারা দুই-ভাইবোন গত সপ্তাহের শেষ দিকে অসুস্থ বোধ করেছিলেন।
মরিয়াস মারা গেলে তার ১৮ বছর বয়সী বোন বর্তমানে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন।
১৫ বছর বয়সেই সঙ্গীত ক্যারিয়ার শুরু করেছিলেন এই ব্রাজিলিয়ান তরুণ গায়ক। কয়েক বছরের মধ্যে ব্রাজিল জুড়ে বেশ জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি।
সূত্র: ইন্ডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/নাজমুল