চলমান উপজেলা নির্বাচনে সংঘাত সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র থেকে (সফররত) জরুরি ভিত্তিতে একটি চিঠি (ই-মেইল) পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমদ। ডিসি, এসপি, পুলিশ কমিশনার, রিটার্নিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে তিনি এই চিঠি (ই-মেইল) পাঠিয়েছেন। গতকাল শুক্রবার কমিশনে তিনি চিঠিটি (ই-মেইল) পাঠান।
সিইসি মাঠ কর্মকর্তাদের লিখেছেন, ইতোপূর্বে অনুষ্ঠিত ছোটখাটো ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু হয়েছে। বাকি নির্বাচনগুলো সুষ্ঠু করতে কর্মকর্তাদের সম্পূর্ণ সামর্থ্য দিয়ে কাজ করতে হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ত্বরিত ও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।