সকল দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনও যৌক্তিকতা নেই বলে মনে করে ইউরোপীয় পার্লামেন্ট। আজ সোমবার ইউরোপীয় পার্লামেন্টের সফররত চার সদস্যের প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্ট সাংবাদিকদের এ কথা বলেন।
জ্যঁ ল্যামবার্ট বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট পূর্বের অবস্থানেই রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি দরকার, যেখানে জনগণের কথা শোনা হবে।
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, সব বৈধ দল যদি অংশগ্রহণে ইচ্ছুক হয়, তাহলে আগাম নির্বাচনের বিষয়টি আলোচনার টেবিলে আনা উচিৎ।
সফররত এই প্রতিনিধি দলে রয়েছেন গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপিয়ান পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট এবং অ্যালায়েন্স অফ ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি ।