বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ৪র্থ দফা উপজেলা নির্বাচনে দিনে দুপুরে ভোট ডাকাতি করেছে। নির্বাচনে আওয়ামী লীগ ব্যালট ছিনতাই করেছে, জাল ভোট দিয়েছে। শুধু তাই নয়। এটা প্রকাশ্য যে আওয়ামী লীগ সরকার দিনে দুপুরে ভোট ডাকাতি করেছে, তা অধিকাংশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তিনি আজ বিকেল সাড়ে তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। গতকাল অনুষ্ঠিত ৪র্থ দফা উপজেলা নির্বাচনের সার্বিক চিত্র ও প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরও তারা নিরব রয়েছে। মনে হচ্ছে সরকার তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে রেখেছে। এজন্য তারাই নিরব রয়েছে।
‘নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং জনগণ উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছে’ গতকাল প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তিনি যথার্থই বলেছেন। তারা নির্বাচনী কেন্দ্রে প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে মানুষ হত্যা, সরকারি সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে গুলি করে মহাধুমধামের সঙ্গে কেন্দ্র দখল প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে জাল ভোট প্রদান, সহিংসতা, প্রকাশ্যে ব্যলটে সিল মারা, বিএনপির এজেন্টদের বের করে দেয়া, ব্যালট বাক্স ছিনতাইয়ে স্বাধীন ভাবে কাজ করেছে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন প্রমুখ।